মধ্যরাতে হঠাৎ বৃষ্টি

0
1900
আবহাওয়ার পূর্বাভাষ

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। শনিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই বৃষ্টিপাত শুরু হয়। অবশ্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাষে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল।

রাত দেড়টার দিকে হঠাৎ করেই রাজধানীর কয়েকটি এলাকায় ভারি ফোটায় বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিট পর থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কয়েকটি স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাষে আরও বলা হয়, রাতের তাপমাত্রা হ্রাস পাবে। এছাড়া সারাদেশের কোন কোন অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা বেজে ৩৬ মিনিটে। সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।