আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে।
দক্ষিণে সভাপতি করা হয়েছে আবু আহাম্মেদ মন্নাফিকে। সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবীরকে।
অন্যদিকে, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এ মান্নান কচি।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
দক্ষিণে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী ছিলেন। পরে তাদের মধ্যে সমোঝোতা হয়নি।
এছাড়া উত্তরে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জনের নাম ছিল। সমঝোতার জন্য দেয়া ২০ মিনিট কোন কাজে লাগেনি।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানানো হয়। পরে দলীয় সভাপতির মতামতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।