মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে খুঁজতে হবে স্বাধীনতাবিরোধীদের

0
1281

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তালিকা স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে, ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর জেয়াদ আল মালুম এ ঘটনার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতাবিরোধী আছে কিনা তা খোঁজার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তারা এ আহ্বান জানান। এ সময় জেয়াদ আল মালুম জানতে চান, ট্রাইব্যুনাল থেকে যেসব যুদ্ধাপরাধীর সাজা হয়েছে তাদের তালিকা এবং মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারীদের তালিকা মন্ত্রণালয়ে আছে কিনা। তিনি তালিকা তৈরির সাথে সংশ্লিষ্টদের প্রসঙ্গে বলেন, যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে সরে যাওয়া উচিত।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৫ ডিসেম্বর রাজাকার, আল বদর, আল শামস্, মুজাহিদ বাহিনী ও শান্তি কমিটির সাথে সংশ্লিষ্টসহ একাত্তরে যারা বিভিন্ন ভাবে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে তাদের তালিকার প্রথম ধাপ প্রকাশ পায়। এতে স্থান পায় ১০ হাজার ৭শ’ ৮৯ জনের নাম। সে তালিকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকায় তালিকাটি শুধু প্রশ্নবিদ্ধই হয়নি তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তালিকাটি ২৬ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়।