মুক্তিযোদ্ধা ওডারল্যান্ডের জন্মদিন

0
1323

বীর মুক্তিযোদ্ধা ওডারল্যান্ডের জন্মদিন আজ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধা ডব্লিউ এ এস ওডারল্যান্ড। স্বাধীনতার পর তাঁকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়।

১৯৭১ সালে ডাচ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ওডারল্যান্ড চাকরি সূত্রে তৎকালীণ পূর্ব পাকিস্তানে অবস্থান করছিলেন। যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তিনি বেশ কয়েকটি সম্মুখ সমরে বীরত্বের সাথে লড়াই করেন।

নিপীড়িতের পক্ষে দাঁড়ানো ছিল ওডারল্যান্ডের মজ্জাগত। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিলেন।

তাঁর স্মৃতি রক্ষায় ঢাকা সিটি করপোরেশন গুলশানে একটি রাস্তার নামকরণ করে।

২০০১ সালের ১৮ মে ওডারল্যান্ড মারা যান।