করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে তিন হাজার হাজতিকে সাময়িকভাবে ছেড়ে দেয়া হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্তে কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে হাজতিদের একটি তালিকাও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আর্ট নিউজকে জানিয়েছে, কারাগারকে নিরাপদ রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের বিভিন্ন কারাগার থেকে এসব হাজতিকে সাময়িকভাবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়ে।
এদিকে, কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক আবরার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রণালয়ের আদেশে কোভিড-১৯ ভাইরাসের কারণে এ প্রস্তাব দিয়েছি। তিনি জানান, জামিনযোগ্য ছোটখাটো অপরাধে কারাগারে থাকা তিন হাজারের চেয়ে সামান্য কিছু বেশি হাজতির তালিকা প্রস্তাবাকারে মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
আবরার হোসেন জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয়ের আপত্তি না থাকলে তা আদালতে পাঠানো হবে। জামিন দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আদালত। তিনি বলেন, মুক্তির বিষয়টি বিচারকের হাতে, আমাদের হাতে নয়।