মুজিব বর্ষে ভারতে বৃহত্তম মাঠ উদ্বোধন?

0
1292

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ক্রিকেট ম্যাচের আয়োজন করতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোরাড, বিসিসিআই। সেই ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ভারতীয় বোর্ড বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানানোর পাশাপাশি বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের অভিষেক ঘটাতে আগ্রহী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুইটি ম্যাচ আয়োজন করবে। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে অনুষ্ঠেয় সেই দুইটি ম্যাচের একটি আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড গুজরাটের মোরাতায় বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করেছে। নবনির্মিত সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচটি আয়োজনে বিসিবি-কে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে বিসিসিআই।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারত। তবে তা আনুষ্ঠানিকভাবে নয়। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।