বাংলাদেশের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করবে ইউনেস্কো। জাতীয় সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সদস্য একেএম রহমতুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে জাতীয়,আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যথাযথ মর্যাদায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রী বলেন, ইউনেস্কো কর্তৃক কোন বিশেষ ঘটনা বা কোন বিশিষ্ট ব্যক্তির জন্মবার্ষিকী উদযাপনের অন্যতম শর্ত হলো ইউনেস্কোর ম্যান্ডেটভুক্ত বিষয়… শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি ও বাকস্বাধীতা সমুন্নত করতে ওই ঘটনার ব্ ওই ব্যক্তির বিশেষ অবদান থাকতে হবে। কোন দেশ এমন বিষয়ে নিয়মানুযায়ী আবেদন করতে পারে। ইউনেস্কোর সাধারণ সভায় সেই আবেদনের ওপর আলোচনা করে ইউনেস্কো তা উদযাপন করে।
শেখ হাসিনা বলেন, ২০২০ সালে ইউনেস্কো বাংলাদেশের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে। এটি জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
এ সময় সংসদ নেতা জানান, মুজিব বর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং পার্লামেন্ট মেম্বাররা অংশ নিবেন।