অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান এবং কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি মণি লাল আইচ লিটু আর্ট নিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে মুনতাসীর মামুনকে বেলা ১১টার দিকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন।
ডাক্তার লিটু জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মুনতাসীর মামুন হাসপাতালে ভর্তি হন। সোমবার জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।