মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সাকিব আল হাসানের মত মুশফিকুর রহীমও তার একটি ব্যাট নিলামের তোলার ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যে লড়াই, তাতে সহায়তা দিতে নিজের ব্যাট নিলামে তোলার ঘোষণা দিযেছেন মুশি।
২০১৩ সালে শ্রীলংকা সফরে গল টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। সেই টেস্টে ব্যবহৃত ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলবেন তিনি। ইতোমধ্যেই ব্যাটটি নিলামে তোলার প্রাথমিক কাজ শুরু করেছেন সাবেক অধিনায়ক। কীড়া সরঞ্জাম নিলামে তোরা তিনি হবেন দেশের দ্বিতীয় খেলোয়াড়।
এর আগে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ব্যাট নিলামে তোলেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান।
সাকিব আল হাসান গত বিশ্বকাপে যে ব্যাট দিয়ে রানের ফুলঝুড়ি ছোটান সেই ব্যাটটি বিক্রি করেছেন ২০ লাখ টাকায়। ফেসবুক পেইজ ‘অকশন ফর অ্যাকশন’ এর সহায়তা নিয়ে নিলামটি অনুষ্ঠিত হয়।
রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক জন বাংলাদেশি সাকিবের ভাষায় ‘লাকি’ ব্যাটটি ২০ লাখ টাকায় কিনে নেন। এর ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা।
ব্যাট বিক্রির টাকা ব্যয় হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য।