মৃতের তালিকায় আরও ১৩ জন

0
554

করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জনে।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্য থেকে আরও ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৫ জন নারী।

মৃতদের বয়স সম্পর্কে জানানো হয়, ষাটোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৪ জন, চল্লিশোর্ধ্ব ২ জন এবং ১১ থেকে ২০ বছরের এক জন। সবচেয়ে কম বয়েসী যিনি মারা গেছেন তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।

এদিকে, দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭০৬ জনের শরীরে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৪২৫ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১০ জন।