গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৯৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৯৯৫ জন।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৬ জনের সবাই পুরুষ। এদের মধ্যে ১২ জন ঢাকার বাসিন্দা। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ২৩৫ জন।
নাসিমা সুলতানা জানান, গতকালের চেয়ে আজ ২৭২ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪১ জন। যদিও আজ ঢাকার ২০টি পরীক্ষাগারের মধ্যে ৮টির ফলাফল এখনো পাওয়া যায়নি। আজ দেশের ৪১টি পরীক্ষাগারের মধ্যে ৩৩টির ফলাফল জানানো হয়েছে বলে অতিরিক্ত মহাপরিচালক জানান।
ডা.নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৫০১টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ৫৩৯টি। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ঢাকায় ১২টি ও ঢাকার বাইরের ২১টিসহ দেশের ৩৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ৭৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৯৪টি।