মৃত্যুপুরী নিউইয়র্ক

0
1065

করোনা ভাইরাসে নিউইয়র্ক শহর পরিণত হয়েছে মৃতুপুরীতে। এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু পৃথিবীর আর কোনো শহরে হয়নি। এ পর্যন্ত নিউইয়র্ক শহরে মারা গেছেন ৮ হাজার ৬২৭ জন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুধু নিউইয়র্ক শহরেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার মানুষ।

মার্কিন সরকারের হিসাব অনুযায়ী নিউইয়র্কের পরেই আক্রান্তে দিকে থেকে রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ১৫১ জন। নিউ জার্সিতে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৮ জন।

নিউইয়র্কে করোনা ভাইরাসে এতো বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কারণে পুরো শহরে ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট হয়ে পড়েছে জনশূণ্য। লাশের শেষকৃত্য করাও সম্ভব হচ্ছে না। ফলে প্রশাসন নিরুপায় হয়েই গণকবরের ব্যবস্থা করছে।

একই গর্তে বেশ কয়েক জনের মরদেহ কফিনে করে মাটি চাপা দেয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে নিউইয়র্কের অবস্থাও হবে ইকুয়েডরের মত। ইকুয়েডরে বর্তমানে চরম আকারে কফিন সঙ্কট দেখা দিয়েছে।

উল্লেখ্য, শনিবার শুধু নিউইয়র্কেই ১০ বাংলাদেশি মারা গেছেন। এ পর্যন্ত যুক্তরাষ্টে মারা গেছেন ১২২ জন বাংলাদেশি।