মেঘনায় লঞ্চ দুর্ঘটনা

আহত আওলাদ-৪ লঞ্চের ৬ যাত্রী

0
2157

চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনকে চিকিৎসার জন্য চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ঘটে জেলার আলুবাজার ও ঈষাণবালার মধ্যবর্তী এলাকায়।

যাত্রীরা জানান, ঢাকার উদ্দেশে বরিশালের হিজলা থেকে রাত ৮টায় ছেড়ে আসে আওলাদ-৪ নামের একটি লঞ্চ। অন্যদিকে, ঢাকা থেকে টিপু-১২ নামের আরেকটি লঞ্চ যাচ্ছিল পিরোজপুরের ভাণ্ডারিয়ার দিকে। লঞ্চ দুইটি আলুবাজার ও ঈষাণবালার মাঝামাঝি এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আওলাদ-৪ লঞ্চটির ৬ যাত্রী আহত হয়। লঞ্চটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, তাদের লঞ্চের সুকানের চেইন ছিড়ে গিয়েছিল। সেটি মেরামত করা হচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আওলাদ-৪ লঞ্চটি এসে টিপু-১২কে ধাক্কা মারে। তিনি জানান, লিটু-১২ লঞ্চের কোন ক্ষতি হয়নি।