মেজর জেনারেল জয়নুল আবেদীন মারা গেছেন

0
912

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম) মারা গেছেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী সামরিক সচিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মঙ্গলবার তার বোনের ছেলে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী তার মামা মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আবু রেজা নদভী জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় তিনি (মেজর জেনারেল জয়নুল আবেদীন) মৃত্যুবরণ করেন।

আবু রেজা নদভী জানান, মরদেহ দেশে আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর থেকে তদারক করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।