মহান মে দিবস নিয়ে লেখা বাংলা কবিতার মধ্যে অন্যতম আলোচিত কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের মে দিবসের কবিতা। শ্রমজীবী মানুষের প্রতি অসীম ভালোবাসা নিজের মত করে প্রকাশ করেছিলেন বাংলা সাহিত্যের এই অমর স্রষ্টা। মহান মে দিবসে আর্ট নিউজের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হরো এই কবিতাটি দিয়ে।