মোদীর সফর স্থগিত

0
1607
ফাইল ছবি
নরেন্দ্র মোদী আসছেন না। মুজিব জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে আসার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকার মুজিব জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান কমিয়ে আনায় নরেন্দ্র মোদী আপাতত বাংলাদেশে আসছেন না।
সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীষ কুমার এ কথা জানান। তিনি বলেন, ১৭ মার্চ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ঢাকায় যে মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা ভারতকে জানানো হয়েছে। স্থগিত হয়ে যাওয়া অনুষ্ঠানটিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশ নেয়ার কথা ছিল।
রাভীষ কুমার বলেন, ‘বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে, ওই অনুষ্ঠানের পরবর্তী তারিখ তারা পরে আমাদের জানাবে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের যে সূচি ছিল তা পিছিয়ে দেয়া হলো।’