যশোরে তরুণী আইসোলেশনে

0
932

যশোরে আইসোলেশনে আছেন এক তরুণী। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলে তাকে ভর্তি করা হয়।

সোমবার রাতে ২৫ বছর বয়েসী তরুণীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত কিনা সে বিষয়ে নিশ্চিত হতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউ (আইইডিসিআর)-এ নমুনা পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথা নিয়ে ওই তরুণী হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য আসেন। উপসর্গ জেনে জরুরী বিভাগের চিকিৎসক করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে আইসোলেশন ওয়াডে পাঠান।

জানা গেছে, তরুণী সদর সদর উপজেলার বাসিন্দা। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করেন।