স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যাচাই-বাছাই না করার কারণে প্রকাশিত রাজাকারের তালিকায় ভুল রয়েছে। তিনি জানান, দালাল আইনে রাজাকারদের যে তালিকা ছিল তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে অনেকের নামের পাশে নোট ছিল। কারো নামে মামলা ছিল। সে বিষয়গুলো যাচাই-বাছাই না করেই প্রকাশ করা হয়েছে। সেকারণেই এমন অসঙ্গতি দেকা দিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, আরও নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। এ বিষয়ে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বানও জানান।