যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকরা বাংলাদেশ ছাড়ছেন

0
720
ফাইল ছবি

করোনা ভাইরাসের কারণে আটকে পড়া আরো ১০১ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

রোববার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা সিলেট ছাড়েন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্যের ১০১ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন এবং ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন ব্রিটিশ নাগরিকরা সিলেট ছাড়েন। আজ ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন সহ এ পর্যন্ত মোট ৫৩৫ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশে সিলেট ছেড়ে যান।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এই ৫৩৫ নাগরিকের প্রায় সবাই দ্বৈত নাগরিক।