যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ায় পরিস্থিতির পরিবর্তন নেই

বাংলাদেশের অবস্থান ৩০তম

0
579

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৩৫৯ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬৩ জন।

শনিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৯৮ হাজার ৪৭৭ জন। মোট মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৫১৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৮ লাখ ২ হাজার ৩২৯ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৭৬ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২ হাজার ৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮৯ হাজার ৩৮৩ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ২ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৫০৫ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৫৬৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ২০০ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১১৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৪৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৩৭ জন। সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১৬৬ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫০ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৮ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ১৬১ জন। মারা গেছেন ৩৪ হাজার ৪৬৬ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৭৬০ জন। মারা গেছেন ৩১ হাজার ৭৬৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৫৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৮১০ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৫৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২২৯ জন। দেশটিতে মোট মারা গেছেন ১৫ হাজার ৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৯৭০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হননি। মারা গেছেন ৯৬ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৫০৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ হাজার ৬৬ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ২২২ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৯২১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৬০০ জন।

চীনে গত কয়েকদিনের মতই গত ২৪ ঘন্টাও সেখানে কেউ মারা যাননি। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ জন। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৪১ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২১৯ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩১৪ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯৩০ জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৯৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ২৯০ জন (মোট ৪ হাজার ৭৬৭), পেরুতে ১৩১ জন (মোট ২ হাজার ৫২৩ জন), ভারতে ১১৮ জন (মোট ২ হাজার ৮৭১), কানাডায় ১১৫ জন (মোট ৫ হাজার ৬৭৭), ইকুয়েডরে ৯৪ জন (মোট ২ হাজার ৬৮৮), বেলজিয়ামে ৪৬ জন (মোট ৯ হাজার ৫), তুরস্কে ৪১ জন (মোট ৪ হাজার ৯৬), ইরানে ৩৫ জন (মোট ৬ হাজার ৯৩৭), পাকিস্তানে ৩১ জন (মোট ৮৩৪), সুইডেনে ২৮ জন (মোট ৩ হাজার ৬৭৪), নেদারল্যান্ডসে ২৭ জন (মোট ৫ হাজার ৬৭০), চিলিতে ২৭ জন (মোট ৪২১), রোমানিয়ায় ২৪ জন (মোট ১ হাজার ৯৪), ইউক্রেনে ২১ জন (মোট ৪৯৭), মিশরে ২০ জন (মোট ৬১২), আফগানিস্তানে ১৫ জন (মোট ১৬৮), আয়ারল্যান্ডে ১৫ জন (মোট ১ হাজার ৫৩৩), দক্ষিণ আফ্রিকায় ১৪ জন (মোট ২৬১), পর্তুগালে ১৩ জন (মোট ১ হাজার ২০৩), ইন্দোনেশিয়ায় ১৩ জন (মোট ১ হাজার ৮৯), ফিলিপাইনে ১১ জন (মোট ৮১৭), সৌদি আরবে ১০ জন (মোট ৩০২), পোল্যান্ডে ৮ জন (মোট ৯১৫), আর্জেন্টিনায় ৭ জন (মোট ৩৬৩ জন), ডেনমার্কে ৬ জন (মোট ৫৪৩), আলজেরিয়ায় ৬ জন (মোট ৫৪২), হাঙ্গেরিতে ৬ জন (মোট ৪৪৮), পানামায় ৬ জন (মোট ২৬৬), গ্রিসে ২ জন (মোট ১৬২), দক্ষিণ কোরিয়ায় ২ জন (মোট ২৬২), মরক্কোতে ২ জন (মোট ১৯২), ইসরাইলে ২ জন (মোট ২৬৮ জন), স্যুইজারল্যান্ডে ১ জন (মোট ১ হাজার ৮৭৯) ও অস্ট্রিয়ায় ১ জন (মোট ৬২৯) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় জাপান (মোট ৭১৩ জন), কলম্বিয়া (মোট ৫৪৬ জন) ও অস্ট্রেলিয়ায় (মোট ৯৮) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/