প্রতিদিন বিকেল ৫টায় সব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। খোলা থাকবে শুধু ওষুধের দোকান। এমন নির্দেশ জারি হয়েছে বিভাগীয় শহর রংপুরে।

রোববার রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা দেয়া হয়।
এক বাক্যের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এবং জেলার সকল মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রত্যহ বিকাল ৫টার মধ্যে ঔষধ এর দোকান ব্যতীত সকল প্রকার কাঁচাবাজার, দোকানপাট, হাটসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করার জন নির্দেশ প্রদান করা হলো।’
জেলা ম্যাজিস্ট্রেট মো. আসিব আহসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত ক্রয়বিক্রয় এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিটির অনুলিপি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, র্যাব-১৩’র কোম্পানি কমান্ডারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের সহায়তা চাওয়া হয়েছে।