হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯শ’ ৮৬ কোটি টাকা। আর পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮শ’ ৩৬ কোটি ৪ লাখ টাকা। ঋণ খেলাপির সংখ্যা ৮ হাজার ২শ’ ৩৮ জন ব্যক্তি বা প্রতিষ্ঠান। জাতীয় সংসদে এমনটাই জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার জাতীয় সংসদে আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের জাবাবে এমন তথ্য দেন অর্থমন্ত্রী। এসময় ১০৭ পৃষ্ঠার একটি তালিকা সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। এতে ঋণ খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিস্তারিত বিবরণ রয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ত্রৈমাসিক তথ্য অনুযায়ী ২৫টি ব্যাংকের পরিচালকবৃন্দ নতুন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তাদের নেয়া ঋণের বকেয়া স্থিতির পরিমাণ ১ হাজার ৬শ ১৪ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা। যা মোট ঋণের শূণ্য দশমিক ১৬৬৬ শতাংশ। ব্যাংকের পরিচালকরা নিজ ব্যাংক ছাড়াও অন্য ৫৫টি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।