চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিবে কৃষকলীগ। তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদের নির্দেশে সংগঠনটি ইতোমধ্যেই ধান কাটার প্রক্রিয়া শুরু করেছে। মন্ত্রীর নিদের্শে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের সমন্বয়ে কমিটি গঠিত হয়েছে।
করোনার কারণে শ্রমিক ও নগদ অর্থের সঙ্কট তৈরি হওয়ায় কৃষকরা জমির ধান নিয়ে বিপাকে পড়েছেন। অন্যদিকে, যে কোন সময় ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় কৃষকের দুঃশ্চিন্তা লাঘবে তথ্যমন্ত্রী এ নির্দেশ দেন।
উল্লেখ্য, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭ আসন) থেকে নির্বাচিত সংসদ সদস্য।
তথ্যমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটির নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার প্রত্যেক পৌরসভা, ইউনিয়ন ও গ্রামে কৃষকদের ধান কাটার ব্যবস্থা করবেন।