পেট্রোবাংলা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। সরকারের এই দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেই চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে দুই জন অতিরিক্ত সচিবকে।
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আবদুল ফাত্তাহ। সরকার তাকে প্রেষণে এই নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এও নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন রাজউক সদস্য, অতিরিক্ত সচিব মোহাম্মদ সাঈদ নূর আলম।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।