রাজধানীতে বন্দুকযুদ্ধ

মাদক ব্যবসায়ী নিহত, হাবিলদার আহত

0
1361

র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রনি মিয়া নামের এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। রাজধানীর সাতারকুলে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর সাতারকুলের মগরদিয়া এলাকায় সংঘটিত বন্দুকযুদ্ধে রনি নিহত হয়। র‌্যাব দাবি করেছে নিহত রনি মিয়া মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

র্যাব জানিয়েছে, বন্দুকযুদ্ধে আমজাদ হোসেন নামে একজন হাবিলদার আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসায়ীর আস্তানায় অভিযান চালানো হলে র ্যাবের ওপর গুলি চালানো হয়। বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রনিকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

এই অভিযানে ২টি সিঙ্গেল শ্যুটারগান, ২টি শটগান, ৯টি কার্তুজ ও ১ হাজার ৯শ’ ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।