রাজধানীতে বাড়ি মালিক গ্রেফতার

রাজধানীর কলাবাগান থানা এলাকার এক বাড়ি মালিককে গ্রেফতার করা হয়েছে। দুই মাসের বাচ্চাসহ কুলসুমা খানম নামে এক ভাড়াটিয়াকে জোর পূর্বক বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক ৪৬ বছর বয়েসী নূর আক্তার শম্পাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

এ ঘটনায় শম্পাকে আটক করা হলেও তার স্বামী এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে আইনশৃংখলাবাহিনী অভিযান চালাচ্ছে।

র‌্যাবের আইনও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক এএসপি সুজয় সরকার জানান, মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাড়িওয়ালী নূর আক্তার শম্পাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব সদস্যরা শম্পাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

র‌্যাব- ২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, দুই মাসের বাচ্চাসহ ভাড়াটিয়াকে বের করে দেয়ায় বাড়ির মালিক ওই নারীকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টায় ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার আরেক আসামিকেও গ্রেগ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান মেজর আরেফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *