রাজস্থলীতে বন্দুক যুদ্ধ

0
663

রাঙ্গামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে রাজস্থলীর দুর্গম এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তারা সবাই জেএসএসের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফজুল আহাম্মদ খান তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতরা সবাই জেএসএসের রাজনীতির সঙ্গে জড়িত।