রাতভর বৃষ্টি

0
1345
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতভর বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রায় খুব একটা হেরফের হয়নি।

শুক্রবার ভোর থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোন কোন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিসের রিপোর্টে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বাংলা ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিম বাংলা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।