নিউজ ডেস্ক: ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সোমবার তার মরদেহবহনকারী কফিনটি ওয়েস্টমিনিস্টার হল থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে আসা হয়েছে। খবর: বিবিসি।
গত বুধবার থেকে ওয়েস্টমিনিস্টার হলে ছিল রানির মরদেহ। সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানান।
ওয়েস্টমিনিস্টার হল থেকে রানির কফিনের সাথে রাজা তৃতীয় চার্লস, রানির অন্য তিন ছেলে-মেয়ে ও পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।
রাজকীয় কার্যক্রম শেষে রানিকে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে চিরনিদ্রায় শায়িত করা হবে।
রানি এলিজাথ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD