রানের পাহাড়ে চাপা পরেছে বাংলাদেশ। শেষ কবে টাইগাররা এমন অসহায় পরিস্থিতিতে পরেছে তা মনে করা কষ্টসাধ্য। গেল কয়েক বছরে টাইগাররা কিছু ম্যাচে আত্মসমর্পন করলেও এমন অসহায় পরিস্থিতিতে পরেনি। দ্বিতীয় দিন স্বাগতিক ভারত এগিয়ে গেছে ৩৪৩ রানে। ডবল সেঞ্চুরির ম্যাজিক ফিগার ছুয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। ৩৩০ বলে ২৪৩ রান করতে বল সীমানা পার করেছেন ২৮ বার, ছক্কা হাঁকিয়েছেন ৮টি। মেহেদী হাসানের বলে আবু জায়েদের তালুবন্দী হয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে মাঠ ছাড়েন মায়াঙ্ক।
দ্বিতীয় দিনে ভারতের ৬ উইকেটের পত হলেও সংগ্রহ ১১৪ ওভারে ৪৯৩ রান। ভারতীয়দের পক্ষে অর্ধশতক হাঁকান চেতশ্বর পুজুরা (৫৪), অজিঙ্কা রাহানে (৮৬) ও রবীন্দ্র জাদেজা (৬০*)।
টাইগারদের পক্ষে ৪ উইকেট নিয়েছেন আবু জায়েদ। এছাড়া ইবাদত হোসেন ও মেহেদী হাসান নিয়েছেন একটি করে উইকেট।
বৃহস্পতিবার ইন্দোর টেস্টের প্রথম দিনে ১৫০ রানে সবক’টি উইকেট হারিয়ে বিপাকে পরে সফরকারী বাংলাদেশ।