রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রমজীবী মানুষের সহায়তায় তাদের এক দিনের বেতনের সমপরিমাণ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে, গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তহবিলে এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।
শুক্রবার জুবেরি ভবনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান জানান, এক দিনের বেতন দেয়ার বিষয়টি ইতোমধ্যেই শিক্ষকদের অবহিত করা হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণার কারণে খেটে খাওয়া হতদরিদ্র মানুষের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে মানবিক কারণে শিক্ষক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে।