রাস্তাঘাট বন্ধ করে কোন ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। ম্যাজিস্ট্রেট থাকবেন মাঠে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ঘোষণার সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “মেয়র প্রার্থীদের বলছি, আপনারা আচরণবিধি মেনে চলবেন। সাংবাদিক ভাইদের সামনেই বলছি, আমরা দেখেছিম আপনারা যখন মনোনয়নপত্র জমা দেন, আমার কক্ষে যখন এসেছেন, তখন পাঁচ জনের বেশি ছিলেন না। কিন্তু বাইরে আমরা দেখেছি, পত্রিকাতে দেখেছি, সেখানে আপনাদের বিপুল সংখ্যক নেতা-কর্মী ছিলেন। এটা আমরা চাই না।”
তিনি বলেন, “নির্বাচন হবে ফেস্টিভ মুডে, সেই জায়গা যাতে কখনোই সংঘর্ষে রূপ না নেয়।… আমরা নির্বাচন কমিশন, আমাদের কোন দল নেই। আপনারা সবাই আমাদের কাছে প্রার্থী।”