হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট’। ভারতের কোলকাতার এই উৎসবের ইন্টারন্যাশনাল এন্ট্রি বিভাগে রিভোল্ট ৮টি ক্যাটাগরীতে পুরস্কার জিতে নেয়। উৎসবে এতো পুরস্কার পেয়ে রীতিমত হৈ-চৈ ফেলে দিয়েছে অপরাজিতা সঙ্গীতা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
রিভোল্ট-এর পরিচালক অপরাজিতা সঙ্গীতা আর্ট নিউজকে জানান পরিচালনায় তিনি নিজে পুরস্কার লাভ করেন। এছাড়া রিভোল্ট-এর প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ প্রমোশন্সও পুরস্কার জিতে নিয়েছে।
চিত্রনাট্য ক্যাটাগরীতে শাহাদাত রাসেল, চিত্রগ্রহণে অপু রোজারিও, সম্পাদনায় সমীর আহমেদ, টাইটেলে নাঈমা জারীফ, গ্রাফিক্সে জিসা ক্রিস্টোফার এবং অভিনয়ে রিভোল্ট-এর পুরো টিম পুরস্কার লাভ করে।
সঙ্গীতা জানান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আনোয়ার, জুলফিকার চঞ্চল, বৈদ্যনাথ অধিকারী, ইরফান,দাউদ নূর, রিগান সোহাগ রত্ন, ডালিম ঢালী, আনোয়ার আনার, মিঠা মামুন ও ইফতেখার আহমেদ বাবু।