নিউজ ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২০২৪ সেশনের প্রথমবর্ষের ক্লাস গত ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে। যারা এখনও ক্লাসে উপস্থিত হননি, তাদের জন্য সতর্ক করে রুয়েট জানিয়েছে, প্রথম ১০ শিক্ষা দিবস অনুপস্থিত থাকলে বাতিল হবে ছাত্রত্ব।
বুধবার রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর বরাতে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবর্ষের ক্লাস শুরু হওয়ার পর কোনও শিক্ষার্থী প্রথম ১০ শিক্ষা দিবস বা প্রথম দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।
তাই প্রথম বর্ষের সব শিক্ষার্থীকে শুরু থেকে নিয়মিত দৈনন্দিন রুটিন অনুযায়ী ক্লাস করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে এ বিজ্ঞপ্তিতে।
রুয়েট/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD