করোনা ভাইরাসে খাবার সঙ্কটে পড়া মানুষদের সহায়তা করতে গড়ে ওঠা ফেসবুকভিত্তিক সমন্বয় গ্রুপ ‘রেসপন্স টিম, সুকর্মা ফাউন্ডেশন ও হিউম্যান এইডের যৌথ উদ্যোগে আজও রাজধানীতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
রোববার সুকর্মা ফাউন্ডেশনের সহায়তায় রেসপন্স টিম তেজগাঁও বাবলি এলাকায় ১৭ জন তৃতীয়লিঙ্গের মানুষকে পনের দিনের খাদ্যদ্রব্য উপহার হিসেবে দেয়া হয়।
সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন রেসপন্স টিমের অন্যতম অ্যাডমিন ইঞ্জিনিয়ার মাছুদ আনোয়ার ও সুকর্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ সুহানা।
উল্লেখ, রেসপন্স টিম ও সুকর্মা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে রাজধানীতে নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রি পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে।
দেশে করোনা প্রাদুর্ভাবের পর পরই মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ফেসবুকভিত্তিক এই গ্রুপ অসহায় মানুষকে সহায়তার জন্য সেচ্ছাসেবক ও দাতা দের সমন্বয় কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে এই টিম ঢাকার সবচেয়ে বড় কড়াইল বস্তিসহ রাজধানীর বেশ কিছু বস্তির মাঝে সহায়তা কার্যক্রম চালিয়েছে।
বর্তমানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের মাঝেও এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া অসুস্থদের ওষুধ কিনে দেয়ার পাশাপাশি শিশু ও বয়স্কদের জন্য দুধ ও সুজি বিতরণ করা হচ্ছে। এমনকি রাজধানীর সদরঘাট-গুলিস্তান রুটে চলাচলকারী টমটমে ব্যবহৃত ঘোড়ার খাবারেরও ব্যবস্থা করে দিয়েছে রেসপন্স টিম।
করোনা চিকিৎসার জন্য ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে চট্টগ্রামে গড়ে ওঠা ফিল্ড হাসপাতালে ইতোমধ্যে পিপিই ও সার্জিক্যাল মাস্ক পাঠিয়ে সহায়তা করা হয়েছে।
রেসপন্স টিম নিজেদের এক হাজারেরও বেশি সদস্য নিজেদের চেষ্টায় বিভিন্ন স্থানে খাবার সহায়তা পৌঁছে দিচ্ছেন। এছাড়া রাঁধো, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সুকর্মা ফাউন্ডেশন, হিউম্যান এইড-এর সহায়তায় রেসপন্স টিম কার্যক্রম চালাচ্ছে। ফেসবুকভিত্তিক গ্রুপে যুক্ত আছেন সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ীসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, মার্চ মাসের শেষ সপ্তাহে সহায়তা কার্যক্রম চালাতে আর্ট নিউজ বিডি ডটকম এই গ্রুপ চালু করে।