রোহিঙ্গা গণহত্যার শুনানি

0
1121

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হচ্ছে।

মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগ-এ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচার কার্যক্রম শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

মামলার বাদী আফ্রিকার দেশ গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু হবে। গাম্বিয়ার পক্ষে কথা বলবেন দেশটির অ্যাটর্ণি জেনারেল ও আইনমন্ত্রী আবু বকর মালি তামবাদউ। রুয়ান্ডা গণহত্যার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তামবাদউর। তার সাথে থাকবেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ যুক্তরাজ্যের প্রফেসর ফিলিপ স্যান্ডসসহ একটি বিশেষজ্ঞ প্যানেল।

বুধবার মিয়ানমারের শুনানীতে অংশ নেয়ার কথা অং সান সু চি’র। বৃহস্পতিবার শুনানীর শেষ দিনে সকালে গাম্বিয়া ও বিকেলে মিয়ানমার প্রতিপক্ষের যুক্তি খণ্ডন ও চূড়ান্ত বক্তব্য রাখবে।

শুনানির তিন দিনই বাংলাদেশ ও কানাডার প্রতিনিধি থাকবেন পিস প্যালেসে।

গাম্বিয়াকে সাহায্য করতে বাংলাদেশ ও কানাডার পাশে থাকবে নেদারল্যান্ডস।

বাংলাদেশে আশ্রয় নেয়া তিন রোহিঙ্গাসহ ২০ সদস্যদের প্রতিনিধি দল নিয়ে হেগ-এ পৌঁছেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাসুদ বিন
মোমেন।