লকডাউনের মেয়াদ বাড়লো স্পেনে

মৃতের সংখ্যা দাঁড়াল ৪,১৪৫ জনে

0
951
Photo: Artnewsbd

ইউরোপের দেশ স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে স্পেনে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৪৫ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১৫ জন। খবর: এএফপি’র।

এদিকে, স্পেনের মন্ত্রীসভা দেশে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজের সভাপতিত্বে অনুষ্ঠিক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

চীনের উহান থেকে শুরু হওয়া এই ভাইরাস ছড়িয়েছে পৃথিবীর ১৯৬টি দেশ ও অঞ্চলে।