বাংলাদেশকে লকডাউন ও জরুরী অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ছাঈদ খোকনকে এই পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচও-এর বিশেষজ্ঞরা। ডব্লিউএইচও এবং যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন (এসডিসিপি)-এর প্রতিনিধি দল বনানীতে ছাঈদ খোকনের বাসভবনে বৈঠক করে। সেখানেই তারা লকডাউন ও জরুরী অবস্থা ঘোষণার পরামর্শ দেন।
বৈঠক শেষে ছাঈদ খোকন সাংবাদিকদের বলেন, দেশে লকডাউন অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। পুরোপুরি না হলেও অন্তত আংশিক লকডাউন তৈরি এবং একই সাথে জরুরী অবস্থা জারি করার পরামর্শ দেন তারা।
ডব্লিউএইচও-এর পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানান ছাঈদ খোকন। এ প্রসঙ্গে ছাঈদ খোকন বলেন, আমরাও দেখেছি, যে সব দেশে লকডাউন হয়েছে বা জরুরী অবস্থা জারি করা হয়েছে সেখানে নতুন করে আক্রান্তের বিষয়টি নিয়ন্ত্রণে আছে। নতুন করে সংক্রমণ কম হয়েছে। তাই আমরা তাদের জানিয়েছি, তাদের এই পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পেশ করবো। কারণ, সরকার প্রধান হিসেবে তিনিই শুধু এই সিদ্ধান্ত নিতে পারেন।
বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার বার্নার্ড জ্যুরস রানা, জরুরী গণস্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার এল সাক্কা হাম্মান, সিডিসিপি’র যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ডাক্তার মাইকেল ফ্রিডম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।