লকডাউন শিথিল করে বিপদে পড়েছে জার্মানি। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু-হু করে। গত ৪৮ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৮১২ জন।
গেল ২৮ এপ্রিল দেশটিতে লকডাউন শিথিল করা হয়েছে। শিথিল করার পর আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জার্মানির স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল ইতোমধ্যেই জানিয়েছেন, নাগরিকদের অবসাদ দূর করতে এবং অর্থনীতির চাকা ঘোরাতে সরকার জাদুঘর, চিড়িয়াখানাগুলো শিগগিরই চালু করবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও শুরু করতে পারবে তাদের কার্যক্রম।
অবশ্য ইতোমধ্যেই চালু হয়েছে স্কুল এবং কিছু দোকানপাট। তবে রেস্তোরাঁ খোলা হবে আরও কিছুদিন পর।
রোববার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৩৯ হাজার ৬৫৪ জন। মোট মারা গেছেন ২ লাখ ৪৭ হাজার ৩৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৭ হাজার ৫৮৯ জন।