লন্ডনে মুজিব শতবর্ষ উদযাপন

0
959

মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য। এ উপলক্ষ্যে সেমিনার, দোয়া ও বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল অনলাইন লাইব্রেরী উদ্বোধন করা হয়।

অ্যাডভোকেট টি.এম. জানে আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তিনি অমর। বিশ্বের বুকে যত দিন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা থাকবে, বঙ্গবন্ধু তত দিন বাঙালিদের অন্তরে চির অম্লান হয়ে থাকবেন।

সেমিনারে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, সভাপতি এডভোকেট টি.এম.জানে আলম(বুলবুল), সহ-সভাপতি সৈয়দ জামান নাসের, জহিরুল ইসলাম ও গোলাম ফারুক, সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল খান ও ইমাম হাসান, সাংগঠনিক সম্পাদিকা সবিতা বিশ্বাস বেবি, কোষাধ্যক্ষ শাহজাহান, সাংস্কৃতিক সম্পাদক হীরা কাঞ্চন হিরক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুন নবীসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের ইতিহাস বাঙালি জাতি ও বিশ্বের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল অনলাইন লাইব্রেরি’ উদ্বোধন করা হয়। বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে, বিশ্ব মানব জাতির জন্য করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে প্রার্থনা করে অনুষ্ঠান শেষ করা হয়।