লীনা ফেরদৌসী আর নেই

0
1033

বরেণ্য শিল্পী লীনা ফেরদৌসী আর নেই। শনিবার দিবাগত রাতে তিনি মারা গেছেন। জনপ্রিয় এই অভিনেত্রী রাজধানির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা জানিয়েছেন, শিল্পী লীনা ফেরদৌসী কিডনী সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার দুইটি কিডনীই অকেজো হয়ে পড়েছিল।

সুবর্ণা মোস্তফা জানান, লীনা ফেরদৌসী শেষ চার দিন হাসপাতালে কোমায় ছিলেন।