লড়ছে টাইগাররা

পাকিস্তানে জঙ্গী হামলার আশঙ্কার মধ্যেই বুক চিতিয়ে লড়ছেন টাইগার ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই এনে দিয়েছে টাইগার টপ অর্ডার। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১১৭ রান। ইনিংসের শুরুর মত শেষটা টেনে নিতে পারেননি ব্যাটসম্যানরা।

শুক্রবার লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখ শুরুটা করেন ঝড়ো গতিতে। দলীয় ৭১ রানে তামিম ফেরেন প্যাভিলিয়নে। রান আউট হওয়ার আগে চার বাউন্ডারি আর এক ছয়ে ৩৪ বলে ৩৯ রান করেন এই হার্ড হিটার।

ওয়ান ডাউনে নামা লিটন দাস ১৩ বলে করেন ১২ রান। এতে চারের মার ছিল ২টি। তামিমের মত লিটনও সাজঘরে ফেরেন রান আউট হয়ে। দলীয় রান তখন ৯৮।

লিটন আউট হওয়ার পর দলীয় রান বাড়ার আগেই বিদায় নেন নাঈম। শাদাব খানের বলে  ইফতেখারের তালুবন্দি হওয়ার আগে আরেক টাইগার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ করেন ৪৩ রান। ৪১ বলে সাজানো ইনিংসে বল সীমানা ছাড়া করেন তিনবার। আর উড়িয়ে বল সীমানা ছাড়া হয় দুই বার।

অধিনায়ক মাহমুদউল্ল্যাহ রিয়াদ চার নাম্বারে ব্যাট করতে নামার পরের বলেই আউট হন নাঈম শেখ। চতুর্থ উইকেট জুটিতে রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব রানের চাকা সচল রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *