শাহ আলমগীর স্মরণে লেখা আহ্বান

0
1200

বরেণ্য সাংবাদিক, পিআইবি’র মহাপরিচালক এবং সাংবাদিক ইউনিয়ন ও শিশু সংগঠক শাহ আলমগীর স্মরণে একটি স্মারক বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে বইটির প্রকাশ পাবে।

ইতোমধ্যেই দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, অধ্যাপক মফিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবদুর রহমান ও প্রয়াত শাহ আলমগীরের সহধর্মিনী ফৌজিয়া বেগম মায়ার সমন্বয়ে স্মারকগ্রন্থ সম্পাদনা পর্ষদ গঠন করা হয়েছে।

প্রয়াত শাহ আলমগীরের স্বজন, বন্ধু, সহকর্মী ও সহযোদ্ধাদের কাছে স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান করা হয়েছে। লেখা পৌঁছাতে হবে ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে।

লেখা পাঠাতে হবে shah.alamgir.remembering@gmail.com ঠিকানায়। জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭১১-৫৪২৫৮৯ (শাহনাজ শারমীন), ০১৯১১-৩১৬৩৩১ (মামুনুর রহমান খান) ও ০১৯১৪-৯৭৭৭০৭ (রহমান মুস্তাফিজ) নাম্বারে।

স্মর্তব্য, সাংবাদিক সমাজের অভিভাবক, পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন। # সংবাদ বিজ্ঞপ্তি।