শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

0
934

করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

৯ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে সরকারি সিদ্ধান্ত হলেও ১০ এপ্রিল শুক্রবার হওয়ায় ১১ এপ্রিল থেকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। তবে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক বন্ধ দুই দিন, সে সব প্রতিষ্ঠান খুলবে ১২ এপ্রিল রোববার।

ইতোপূর্বে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও তার আগে থেকেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি হার কমে গিয়েছিল।

এছাড়া ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।