শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়লো

0
915

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। সাধারণ ছুটির সাথে মিল রেখে ছুটির তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের আর্ট নিউজকে জানিয়েছেন, যেহেতু ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বেড়েছে, তার সাথে সমন্বয় করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হয়েছে।

তিনি জানান, এই সময় পর্যন্ত কোচিং সেন্টারও বন্ধ রাখতে বলা হয়েছে।

প্রথম দফায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। দ্বিতীয় দফায় ৪ এপ্রিল এবং তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়।