করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটির মেয়াদ বেড়েছে। ফলে ৫ মে’র আগে শিক্ষা প্রতিষ্ঠানও খুলছে না।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় সে অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠান ওইদিন পর্যন্ত বন্ধ থাকবে। সরকার ঘোষিত ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও সারাদেশে স্কুল চালু রাখা হয়। পরে অভিভাবকদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৮ মার্চ থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস হওয়ার কারণে সাধারণ ছুটি ছিল। ফলে ১৬ মার্চের পর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তবে পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভিতে ২৯ মার্চ থেকে দশম শ্রেণি এবং ৭ এপ্রিল থেকে প্রাথমিকের ক্লাস শুরু করা হয়েছে।