উইকেটে যথেষ্ট ঘাস আছে, রয়েছে আর্দ্রতাও। সেটা কাজে লাগিয়ে সুইং আদায় করে নিচ্ছেন ভারতীয় পেসার উমেশ যাদব। আর ছন্দময় বোলিং করছেন ইশান্ত শর্মা। তাদের পাশাপাশি উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ শামীও। সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশ দুই ওপেনার ইমরুল কায়েস, সাদমান ইসলামসহ মোহাম্মদ মিথুনও।
টেস্ট বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বাংলাদেশের টপ অর্ডার। ষষ্ঠ ওভারে দলীয় ১২ রানে আউট হন ইমরুল কায়েস (৬)। পরের ওভারেই ফেরেন সাদমান ইসলাম (৬)। আর অষ্টাদশ ওভারে মিথুন আউট (১২) হন দলীয় ৩১ রানে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান (২৪ ওভার)।
আজ বৃহস্পতিবার ইন্দোরে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে নতুন অধ্যায় শুরু করেন তিনি। ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেন পয়েট অব ডায়নামো।
টেস্ট ‘বিশ্বকাপের’ দলের প্রথম ম্যাচে একাদশে নেই কাটার মাস্টার মুস্তাফিজ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন নিষ্প্রভ ও খরুচে ছিলেন তিনি।
মুস্তাফিজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন।
৭ ব্যাটসম্যান ও ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ফিরেছেন ইমরুল কায়েস।
টেস্ট র্যাংকিং ও শক্তিমত্তায় ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। আইসিসি র্যাংকিংয়ে ১ নম্বরে আছে কোহলির দল। টাউগারদের অবস্থান ৯ নম্বরে।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।