প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের জন্য কেউ অপরিহার্য না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তাই জাতীয় সম্মেলনে নেতৃত্ব নিয়ে কেউ যেন অসুস্থ প্রতিযোগিতায় না নামেন সে বিষয়ে সতর্ক বার্তা দিলেন দলের সাধারণ সম্পাদক।
বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এমন কথা বললেন ওবায়দুল কাদের।
এসময় ওবায়দুল কাদের জানালেন, এবারের জাতীয় সম্মেলন হবে বড় আয়োজনের মধ্য দিয়ে। সম্মেলনে নেতৃত্বে পরিবর্তন আসছে। কমিটি হবে প্রবীণ ও নবীনের সমন্বয়ে।
তিনি বলেন, দলীয় সভাপতির ওপর আমাদের আস্থা আছে। তিনি যাকে যে দায়িত্ব দিবেন সবাই তা মেনে নিবেন। মনে রাখতে হবে, শেখ হাসিনা ছাড়া আর কেউ আওয়ামী লীগের জন্য অপরিহার্য নয়। আমরা তার নেতৃত্বের পিছনে থাকবো।
২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনের নতুন নেতৃত্ব নিয়ে কেউ যেন অসুস্থ প্রতিযোগিতায় না নামেন সে বিষয়ে নেতা কর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও
নির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অন্যান্য নেতারা।