করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা যাওয়ার সংখ্যা আগের দিনের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। গত দিনে মারা গেছেন ২ হাজার ৮৮২ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১২৯ জন।
রোববার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৭৫ হাজার ৫৩৩ জন। মোট মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৪৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ২৩১ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৪৭ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৮৫ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭৫ হাজার ৭৯৮ জন। মোট মৃতের সংখ্যা ৫৪ হাজার ৯৪১। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৩৩ জন।
মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ২৬ হাজার ৬৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৬০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯২৮ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন। মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ১৯০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৮৮ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬১২ জন। মারা গেছেন ২৪২ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ১০০ জন। ইউরোপের দেশটিতে মোট মারা গেছেন ২২ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯০৩ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৬০৭ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১২০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৮৯৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৬৩ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪১৩ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন। মারা গেছেন ২০ হাজার ৭৩২ জন।
করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। সেখানে টানা নবম দিনের মত কেউ মারা যায়নি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮২৭ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩৯৪ জন।
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৪১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে আক্রান্ত ৫ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১২২ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ১৭৭ জন (মোট ৭ হাজার ৯৪), তুরস্কে ৯৯ জন (মোট ২ হাজার ৮০৫), মেক্সিকোতে ৮৪ জন (মোট ১ হাজার ৩০৫), ব্রাজিলে ৭২ জন (মোট ৪ হাজার ১১৭), রাশিয়ায় ৬৬ জন (মোট ৭৪৭), নেদারল্যান্ডসে ৬৬ জন (মোট ৪ হাজার ৪৭৫), ইরানে ৬০ জন (মোট ৫ হাজার ৭১০), পেরুতে ২৮ জন (মোট ৭২৮), কানাডায় ২৬ জন (মোট ২ হাজার ৪৯১), আয়ারল্যান্ডে ২৪ জন (মোট ১ হাজার ৮৭), পর্তুগালে ২৩ জন (মোট ৯০৩), ইন্দোনেশিয়ায় ২৩ জন (মোট ৭৪৩), রোমানিয়ায় ১৮ জন (মোট ৬১৯), স্যুইজারল্যান্ডে ১১ জন (মোট ১ হাজার ৬১০), পোল্যান্ডে ১১ জন (মোট ৫৩৫), পাকিস্তানে ১২ জন (মোট ২৮১), মিশরে ১০ জন (মোট ৩১৭), ইউক্রেনে ৮ জন (মোট ২০৯), ফিলিপাইনে ৭ জন (মোট ৫০১), অস্ট্রিয়ায় ৬ জন (মোট ৫৪২), আলজেরিয়ায় ৬ জন (মোট ৪২৫), ডেনমার্কে ৪ জন (মোট ৪২২), অস্ট্রেলিয়ায় ৩ জন (মোট ৮৩), আর্জেন্টিনায় ২ জন (মোট ১৮১), দক্ষিণ কোরিয়ায় ২ জন (মোট ২৪২), সুইডেনে ২ জন (মোট ২ হাজার ১৯৪), মরক্কোতে ২ জন (মোট ১৬১) এবং ভারতে ১ জন (মোট ৮২৬) মারা গেছেন।