জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৪টায় স্পিকার ডক্টর শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এটি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।
এবারের অধিবেশনে ৭টি বিল নিয়ে আলোচনা ও পাস হওয়ার কথা রয়েছে।
ষষ্ঠ অধিবেশনে উত্থাপন, আলোচনা ও পাসের সম্ভাবনা রয়েছে যে বিলগুলো সেগুলো হলো: কাস্টমস বিল- ২০১৯, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল- ২০১৯, বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল- ২০১৯, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল- ২০১৯, বাংলাদেশ বাতিঘর বিল- ২০১৯ এবং স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল- ২০২০।
জানা গেছে, সংসদের ষষ্ঠ অধিবেশন ফেব্রুয়ারি মাসে শেষ হবে। এরপর মুজিব বর্ষ উপলক্ষ্যে ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসবে। সেই অধিবেশনে বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্যরা অংশ নিবেন।